বিদ্যালয়ে শিশুদের দিয়ে ধানের শীষের স্লোগান, ছাত্রদল নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিযুক্ত ছাত্রদল নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোাগান দিচ্ছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রেক্ষিতে শনিবার উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মাইদুল হোসাইন সইকৃত একপত্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে নির্বাচন পরিচালনা কমিটির সমন্ব^য়ক পদ থেকে অব্যাহতি প্রদান এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এ মর্মে ৪৮ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ প্রদান করে।
এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোকাদ্দেস হোসাইনের নেতৃত্বে ছাত্রদলের বেশকয়েক জন ছেলে এসে জোড় করে শিক্ষার্থীদের একত্রিত করে এসব দলীয় শ্লোগান দেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত ছিল। পরক্ষণেই আমি দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টু জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শিলখুড়ী ইউনিয়নের জাতীয় সংসদ সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং তার বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবেনা এজন্য ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা ছাত্রদল অফিসে এসে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155211