ভারতের প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের শুভেচ্ছা

ভারতের প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের শুভেচ্ছা

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় জনগণের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছে জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ভারতীয় হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা জামায়াতের নেতাদের স্বাগত জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155191