নাটোরের বড়াইগ্রামে নির্বাচনি প্রচারণা অফিস স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদীয় আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনি প্রচারণার অফিস স্থাপনকে কেন্দ্র করে দলীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। উপজেলার আহমেদপুর বাজারে আজ শনিবার (২৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহমেদপুর বাজারে দলীয় সমর্থকরা বিভক্ত হয়ে দু’টি স্থানে অবস্থান গ্রহণ করে। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বিষয়টি নিরসনের জন্য একত্রিত হতে নির্দেশ দেন।
এসময় একত্রিত হয়ে আলোচনাকালে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এতে কামাল হোসেন ও সাজেদুর রহমান আহত হন। পরে নেতৃবৃন্দের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও অফিস স্থাপন স্থগিত করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155187