নীলফামারীতে আগুনে ৬ পরিবারেরসর্বস্ব পুড়ে ছাই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৬ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টায় জেলা সদরের ইটাখোলা ইউনিয়েনের পাটোয়ারী পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষর্শীরা জানান, গ্রামের দুলাল চন্দ্র রায়ের বাড়ির সাথে বৈদ্যুতিক খুঁটি থেকে সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে রান্নাঘরে ছড়িয়ে পড়ে।
এসময় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হলে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুলাল চন্দ্র রায়ের বাড়িসহ আশপাশের আরো পাঁচ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস প্রদান করে তাদের মাঝে খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বিরা আমাতুল্লাহ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155182