বাংলাদেশ নিয়ে বাবা-মার স্বপ্ন বাস্তবায়ন করতেই ভোটযুদ্ধে নেমেছেন তারেক রহমান : কাজী রফিক
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং বিশ্বের দরবারে উঁচু করতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া সবসময় স্বপ্ন দেখতেন। আর মা-বাবার স্বপ্ন বাস্তবায়ন করতেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটযুদ্ধে নেমেছেন।
তাই দেশের মানুষ তার পক্ষে রায় দেবেন এবং তাকেই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন। কারণ দেশের বিভিন্ন সমস্যার সমাধানে বিএনপি কথায় বিশ্বাসী না হয়ে সবসময় কাজে বিশ্বাসী। সমাজ থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতেই তিনি নির্বাচন করছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিস্ট্রানদের সমন্বয়ে একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপি’র। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে ওলামা সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন-হযরত মাওলানা আতাউল্লাহ নিজামী। আরও বক্তব্য রাখেন-উপজেলা ক্বওমি ওলামা পরিষদের সভাপতি শফিকুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক আলহাজ সিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন-পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155181