কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জিয়ারুল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে পৌরসভার নারিকেল বাড়ি কাজিরচক এলাকায় এই ঘটনাটি ঘটে। জিয়ারুল ওই এলাকার আফজাল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জিয়ারুল হকারি পেশার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। জিয়ারুলের চার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। একাধিক স্ত্রী থাকায় কিছুটা মানসিক বিকারগস্ত হয়ে পড়েন তিনি। ৩য় স্ত্রী তার সাথে অভিমান করে বাবার বাড়ি চলে যায় এবং জিয়ারুলের ফোন নম্বরটি ব্লক করে রাখে।
এতে অভিমান করে গতকাল শুক্রবার গভীররাতে সবার অজান্তে ঘুমের ওষুধ সেবনের পর নিজ শয়নঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে উলিপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিয়ারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155180