বগুড়া-৩ আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা, আচরণবিধি রক্ষার্থে কঠোর অবস্থানে প্রশাসন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে প্রতীক হাতে পেয়ে প্রচার-প্রচারণা জমে উঠেছে। উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনি প্রচারণা। নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচারণার তৃতীয় দিনে আজ শনিবার (২৪ জানুয়ারি) প্রার্থীরা মোটরসাইকেল শোডাউনসহ বিভিন্নভাবে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের প্রার্থীতা ঘোষণা দিয়ে সকলের দোয়া চাইছেন। পাড়া-মহল্লায় চলছে মিটিং, মিছিল আর সমাবেশ। প্রার্থী ও তাদের সমর্থকদের আনাগোনায় সরগরম হয়ে উঠছে মাঠ। এরই মাঝে কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের কান্ডারী বিভিন্ন হাট-বাজার, চা স্টলসহ জনবহুল এলাকায় এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
এ দিকে আচরণবিধি রক্ষার্থে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-বিএনপি’র (ধানের শীষ) প্রতীকে আব্দুল মহিত তালুকদার, জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে শাহিনুল ইসলাম শাহিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক শাহজাহান আলী তালুকদার (হাতপাখা)।
প্রতীক বণ্টনের পর থেকেই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সেই সাথে প্রার্থী ও সমর্থকরা উৎসবমুখর পরিবেশে গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে নিজ নিজ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ছবি ও প্রতীক সম্মিলিত হ্যান্ডবিল বিতরণ করছেন।
উপজেলার জনবহুল ও স্পর্শকাতর বিভিন্ন এলাকায় প্রার্থীরা ব্যানার লাগিয়ে সকলের দোয়া চাচ্ছেন। সব মিলিয়ে দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকা নির্বাচনি প্রচারণা ধীরে ধীরে জমে উঠছে। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ছয় সদস্যবিশিষ্ট ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৮টি। এদের মধ্যে দুপচাঁচিয়ায় দু’টি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে ৫৭টি। অপরদিকে আদমদিঘীর একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৬১টি।
মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৭৩ জন। এরমধ্যে-দুপচাঁচিয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৭২ জন। পুরুষ ভোটার ৮০ হাজার ৫৮৭ জন। মহিলা ভোটার ৮১ হাজার ২৭৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন। এছাড়াও আদমদিঘী উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৩০১ জন। এরমধ্যে-পুরুষ ভোটার ৮৮ হাজার ৭৫০জন এবং মহিলা ভোটার ৮৮ হাজার ৫৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
এ দিকে আচরণবিধি রক্ষার্থে আজ শনিবার (২৪ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদিঘী সার্কেল) আসিফ হোসেনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155172