বিশ্বকাপ বাছাইয়ে টানা চার জয় বাংলাদেশের
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ছুটছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটারদের লড়াকু পুঁজির পর স্বর্ণা আক্তার-রাবেয়া খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ রানের জয় পায় বাংলাদেশ। এতে ‘এ’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে পা রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।
টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ওপেনার দিলারা আক্তার। ২৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন শারমিন আক্তার। ৪৫ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫২ রানের দুর্দান্ত ইনিংস আসে তার ব্যাট থেকে। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস ১১, অধিনায়ক জ্যোতি ১৩ এবং শেষদিকে সোবহানা মোস্তারির কার্যকরী ৩০ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগ্রেসরা। আইরিশদের হয়ে জেন ম্যাগুয়ার ও আরলিন কেলি ২টি করে উইকেট শিকার করেন।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস। উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করে তারা বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলেন। গ্যাবি লুইস ৫৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং অ্যামি হান্টার ৩৫ রানে অপরাজিত থাকেন। স্বর্ণা আক্তার গুরুত্বপূর্ণ সময়ে ২টি এবং রাবেয়া খান ১টি উইকেট নিয়ে রানের গতি টেনে ধরেন। শেষ পর্যন্ত ১৪৪ রানেই থামতে হয় আয়ারল্যান্ডকে।
এই জয়ে ফলে ‘এ’ গ্রুপে ৪ ম্যাচের ৪টিতেই জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্সে গেল বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আয়ারল্যান্ড। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে যুক্তরাষ্ট্র। রানরেটে পিছিয়ে চারে পাপুয়া নিউগিনি এবং কোনো জয় না পাওয়া নামিবিয়া রয়েছে তলানিতে। নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155162