বাংলাদেশের মালিকানা গণভোটের মাধ্যমে জনগণের হাতে আসবে : বগুড়ায় উপদেষ্টা আদিলুর রহমান খান

বাংলাদেশের মালিকানা গণভোটের মাধ্যমে জনগণের হাতে আসবে : বগুড়ায় উপদেষ্টা আদিলুর রহমান খান

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিস্টবিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের সরকার হিসেবে তারা দায়িত্ব নিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। গণভোটের মাধ্যমে দেশের জনগণ দিকনির্দেশনা দিতে পারবেন, যারা পরিবর্তনের পক্ষে তারা ‘হ্যাঁ’ ভোট দিবেন। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। আজীবন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবেন। বাংলাদেশের মালিকানা গণভোটের মাধ্যমে জনগণের হাতে আসবে।

তিনি বলেন, সতর্কভাবে কাজ করলে লক্ষ্য অর্জন করতে পারবো। তিনি ‘হ্যাঁ’ ভোটের জন্য কাজ করতে বলেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ ন ম বজলুর রশীদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, সিনিয়র তথ্য অফিসার, নেসকো, পল্লী বিদ্যুৎ সমিতি, সড়ক ও জনপথ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের কাছ থেকে তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। তারা কীভাবে গণভোটের প্রচারণা চালাচ্ছেন তা তিনি জানতে চান। এর আগে উপদেষ্টা জুলাই আন্দোলনে শহিদ রাতুলের কবর জিয়ারত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155156