বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষের ফেস্টুন টাঙাতে গিয়ে গুরুতর আহত বিএনপি কর্মী
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ধানের শীষের ফেস্টুন টাঙাতে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপি’র এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। আহত দিনমজুর বিএনপি কর্মীর চিকিৎসার জন্য সবার কাছে প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন তার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ধানের শীষের ফেস্টুন লাগাতে যান কাজলা ইউনিয়ন বিএনপি কর্মী ইমান আলী প্রামানিক (৪৫)। তিনি কাজলা ইউনিয়নের দক্ষিণ টেংরাকুড়া গ্রামের মৃত শহীদ প্রামানিকের ছেলে। ইমান আলী কাজলার দুর্গম চরাঞ্চল স্বাধীন বাজার এলাকায় ধানের শীষের ফেস্টুন লাগানোর জন্য একটি গাছে উঠলে ডাল ভেঙে পড়ে যান।
এতে তিনি তার মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়। পরে এলাকাবাসী তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আহত ইমান আলী চিকিৎসাধীন রয়েছেন।
ইমান আলীর স্ত্রী জাহানারা বেগম বলেন, আহত হওয়ার পর থেকে আমার স্বামী প্রস্রাব-পায়খানা করতে পারছেন না। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে আছে। তার মেরুদণ্ডের বেশকটি হাড় ভেঙে গেছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমার দিনমজুর স্বামীর আয়েই হাড়িতে ভাত হয়। আমার পরিবার এখন কীভাবে চলবে? স্বামীর চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। তার স্বামীর চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাই।
সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কাজলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা কয়েকজন কিছু সহায়তা করে তাদের হাসপাতালে প্রেরণ করেছি। তারা একেবারেই গরিব। চিকিৎসা করার মতো সামর্থ্য তাদের নেই। তাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন। তার চিকিৎসার সহায়তার জন্য বগুড়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থীর সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি সহায়তার আশ্বাস দিয়েছেন।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি’র কাজী রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি। আহত বিএনপি কর্মীর পরিবারের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তার চিকিৎসার যাবতীয় খরচাদি আমি বহন করছি। তার পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155153