লক্ষ্মীপুরে কলেজছাত্র হত্যা মামলায় আরও তিনজন গ্রেফতার

লক্ষ্মীপুরে কলেজছাত্র হত্যা মামলায় আরও তিনজন গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকসেবীদের হামলায় কলেজছাত্র আশরাফুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আরও তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন শাকিল বেপারী, সোহাগ বেপারী ও মোক্তার পাটওয়ারী।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার শাকিল ও সোহাগ উত্তর চরবংশী গ্রামের বেপারী বাড়ির মোস্তফা বেপারীর ছেলে এবং মোক্তার একই এলাকার পাটওয়ারী বাড়ির মোস্তফা পাটওয়ারীর ছেলে।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আশরাফুল রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরবংশী গ্রামের আজিজুল হকের ছেলে এবং রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। গত ১৪ জানুয়ারি রাতে উত্তর চরবংশী গ্রামের ডালি কান্দি এলাকায় সিকদার বাড়ির পূর্ব পাশে ডালি কান্দি বিলে নাহিদ বেপারী ও শাহিন বেপারীসহ মামলার অভিযুক্তরা আশরাফুলের ওপর হামলা চালায়।

এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৬ জানুয়ারি দুপুরে আশরাফুলের বাবা আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে একই দিন পুলিশ অভিযান চালিয়ে শাহিন বেপারীকে গ্রেফতার করে। এ নিয়ে মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আহত অবস্থায় চিকিৎসাধীন আশরাফুল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

জানা গেছে, ঘটনার কিছুদিন আগে শাহিনসহ তিনজনকে মাদকসহ গোয়েন্দা পুলিশ আটক করেছিল। অভিযুক্তরা সন্দেহ করে আশরাফুলই তাদের ধরিয়ে দিয়েছেন। জামিনে মুক্ত হয়ে এসেই তারা আশরাফুলের ওপর এই হামলা চালায়।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155139