রংপুরে শিশু সিয়াম বাবু হত্যা মামলার আসামি কাইয়ুম গ্রেফতার
বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নিখোঁজ শিশু সিয়াম বাবুর মরদেহ উদ্ধারের পর মা সাথী বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামি কাইয়ুম উদ্দিনকে(২৯) তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বুড়িরপুকুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। গতকাল শুক্রবার মামলা দায়েরের পর পরই তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বুড়িরপুকুর এলাকার ডাঙ্গাপাড়ার শিশু সিয়াম বাবু(৯) মা সাথী বেগমের সাথে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যায়। সেখানে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। একারণে মা সাথী বেগম গতকাল শুক্রবার সকালে বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন।
পরে এলাকার লোকজন বাড়ির পাশের মাঠ থেকে শিশু সিয়ামের লাশ পুলিশ উদ্ধার করে। এঘটনায় সাথী বেগম কাইয়ুম উদ্দিনকে আসামি করে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকারবিষয়টি নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155137