হঠাৎ দেখা তোফা আর নকশী’র
অভি মঈনুদ্দীন: নন্দিত জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্মাতা সালাহউদ্দিন লাভলু পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ছিলো ‘ভবের হাট’। যা চ্যানেলে আইতে প্রচারের পর দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। এই নাটকে সালাহউদ্দিন লাভলু তোফা চরিত্রে এবং গুনী অভিনেত্রী ফারজানা ছবি অভিনয় করেছিলেন নকশী চরিত্রে। সেই নাটকের পর দীর্ঘদিন বিরতি শেষে দেখা হলো তোফা ও নকশীর, অর্থাৎ সালাহউদ্দিন লাভলু ও ফারজানা ছবির। তিনদিন আগে রাজধানীর অদূরে পূবাইলের চটের আগাতে পাশাপাশি দুটি নাটকের শুটিং হচ্ছিলো। সালাহউদ্দিন লাভলুর কথা জেনেই ফারজানা ছবি তারসঙ্গ দেখা করতে পাশের শুটিং হাউজে চলে যান। সেখানে গিয়ে তারা একসঙ্গে নাস্তা করেন। নাস্তা করার পাশাপাশি তারা গল্পে মেতে উঠেন।
ফারজানা ছবি বলেন,‘ লাভলু ভাইয়ের নির্দেশনায় ভবের হাট নাটকে অভিনয় করে অনেক সাড়া পেয়েছিলাম। দর্শক সেই নাটকের কথা তোফা, নকশী চরিত্রের কথা এখনো মনে রেখেছে তা প্রায়ই টের পাই যখন দর্শক এগিয়ে এসে কথা বলতে আসেন, রেফারেন্স হিসেবে ভবের হাটের কথা বলেন। খুউব স্বাভাবিকভাবে পাশাপাশি কোনো নাটকের শুটিং হলে আমরা শিল্পীরা একে অন্যের খোঁজে নেবার চেষ্টা করি। যেহেতু পাশের সেট-এ লাভলু ভাই ছিলেন, তাই আমি গিয়ে দেখা করি তারসঙ্গে এবং অনেক গল্পে মেতে উঠি, নাস্তা করি। এটা আসলে আমাদের স্মৃতির অংশ। আজ লাভলু ভাইয়ের জন্মদিন। জন্মদিনে প্রিয় লাভলু ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ তাকে ভালো রাখুন সুস্থ রাখুন। আরো বহুদিন আমাদের মাঝে তিনি বেঁচে থাকুন।’ সালাহউদ্দিন লাভলু বলেন,‘ জন্মদিনকে ঘিরে কিন্তু আমার কখনো তেমন উচ্ছ্বাস বা আনন্দ নেই। অন্যান্য দিনের মতোই এটি একটি স্বাভাবিক দিন হিসেবেই বিবেচিত হয়। তবে ভালোলাগে সবাই শুভেচ্ছা জানায়, ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানায়, ফোনে অনেকেই কথা বলেন, আবার পরিবার এবং শিল্পী পরিবার থেকেও মাঝে মাঝে সারপ্রাইজ দেয়া হয়, এগুলো ভালোলাগারই বটে। দোয়া চাই যেন সুস্থ থাকি ভালো থাকি।’ ফারজানা ছবি সকাল আহমেদ- এর ‘বিশ্বাস বনাম সর্দার’ নাটকের শুটিং করছিলেন। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস, প্রচার হচ্ছে মাছরাঙ্গা টিভিতে। ফারজানা ছবি এরইমধ্যে রায়হান রাফির ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ করেছেন। রায়হান রাফির ‘প্রেসার কুকার’ সিনেমাতেও তিনি অভিনয় করবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155130