কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভূরুঙ্গামারীতে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজকে (৫৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আজিজ সোনাহাট ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়া তিনি ঐ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। ওসি আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155127