কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লক্ষণ রায়(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলবাড়ি দাসপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। লক্ষণ রায় ওই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে।

জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের দাসপাড়া এলাকায় তার চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগে আলোকসজ্জার কাজ করছিলেন লক্ষণ রায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155121