টেকনাফে ওয়াকিটকি, মাদক, অস্ত্র-গুলিসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ আইস, ওয়াকিটকি, ইয়াবা, অস্ত্র-গুলিসহ দুজনকে আটকের খবর জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শনিবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়।
এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস, ১২৬ পিস ইয়াবা, একটি এক নলা বন্দুক, দুটি ওয়াকিটকি, আটটি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, জব্দ হওয়া মাদক, অস্ত্র ও গোলা রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।
অভিযান শেষে উদ্ধার অস্ত্র-মাদকসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শনিবার ভোরে টেকনাফ নাইট্যং পাড়ায় নৌবাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আইস, অস্ত্র-গুলি, ওয়াকিটকি ও ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নজরদারি অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।