লা লিগায় সর্বোচ্চ বেতন এমবাপ্পের
স্পোর্টস ডেস্ক : ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব ফুটবল লিগ-লা লিগার বেতন তালিকায় সবার উপরে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া তালিকার প্রথম চারজনই রিয়াল মাদ্রিদের। সর্বোচ্চ বেতনধারী ১৫ জনের তালিকায় রয়েছে বার্সেলোনার চার খেলোয়াড়।
ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, তালিকায় শীর্ষে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ থেকে বাৎসরিক বেতন পান ৩১.৩ মিলিয়ন ইউরো। ১৪৩.৫৮ ধরে বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৪৪৯ কোটি ৪০ লাখ টাকার বেশি। তারপরের অবস্থানে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। রিয়াল থেকে তাকে বছরে দেওয়া হয় ২৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৩৫৮ কোটি ৯৫ লাখ টাকা। লা লিগা ও রিয়ালের তৃতীয় সর্বোচ্চ বেতনধারী ডেভিড আলাবা পান ২২.৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৩২৩ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। তালিকার শীর্ষ চারেও রয়েছে রিয়ালের খেলোয়াড়। ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম পান ২০.৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২৯৮ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার টাকা।
এ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের গোলরক্ষক জ্যান ওবলাক। আর ছয়ে রয়েছেন বার্সেলোনার রবার্ট লেভানদোভস্কি। দুজনই বেলিংহ্যামের সমান বেতন পান। তালিকার সাতে রয়েছেন বার্সেলোনার আরেক খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ং। তিনি বছরে পান ১৯ মিলিয়ন ইউরো, টাকার অঙ্কে যা ২৭২ কোটি ৮০ লাখের বেশি। ১৬.৭ মিলিয়ন ইউরো বেতন নিয়ে তালিকার আটে রয়েছেন অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামস। ৯ থাকা বার্সার রাফিনিয়া, দশে থাকা রিয়ালের ফেদেরিকো ভালভার্দে, ১১তম স্থানে থাকা বার্সার লামিন ইয়ামাল, ১২তম স্থানে থাকা রিয়ালের রদ্রিগো ও ১৩তম স্থানে থাকার রিয়ালের ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডও সমপরিমাণ বেতন পান। তাদের অঙ্কে তাদের অর্থের পরিমাণ ২৩৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা। সমান ১৫.৬ মিলিয়ন ইউরো (২২৩ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার টাকা) নিয়ে তালিকার ১৪তম জিরোনার মার্ক টের স্টেগেন ও ১৫তম বার্সার জুলেস কুন্দে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155096