বিগ ব্যাশে কেমন করলেন রিশাদ

বিগ ব্যাশে কেমন করলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : বিপিএল বাদ দিয়ে পুরো মৌসুম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন রিশাদ হোসেন। চ্যালেঞ্জারে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রনে হেরেছে তার দল হোবার্ট হারিকেন্স। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায়। শিরোপা ধরে রাখার মিশনে হোবার্ট এগিয়ে ফাইনালে উঠতে পারেনি। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪১ রানে থেমেছে হোবার্টের ইনিংস। হেরে গেলেও সেই ম্যাচে ৩৩ রান খরচায় পেয়েছেন স্টিভেন স্মিথ ও মইসেস হেনরিকসের উইকেট।

রিশাদের দল শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলেও প্রথমবার বিগ ব্যাশে নাম লেখানো রিশাদের অভিযানটা ছিল বেশ স্মরণীয়ই। বিপিএল ছেড়ে বিগ ব্যাশে নাম লিখিয়ে অস্ট্রেলিয়ার লিগে কুড়িয়েছেন সুনাম ও খ্যাতি। চিনিয়েছেন নিজেকে নতুন করেও। অভিষেক আসরে ১২ ম্যাচে রিশাদের ঝুলিতে ১৫ উইকেট। বল হাতে ছিলেন বেশ ধারাবাহিক। হোবার্ট হারিকেনন্সেরর সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনিই। পুরো আসরে তার চেয়ে বেশি উইকেট শিকার করতে পারেনি কোনো স্পিনার। সমান ১৫ উইকেট নিয়েছেন পার্থ স্কর্চার্সের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।

প্রথমবার বিগ ব্যাশে খেলতে গিয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে মেলবোর্ন থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান খরচ করে পাননি কোনো উইকেট। পরের ম্যাচেই বদলে যায় চিত্র। মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ ওভারেই ঝুলিতে নেন ২ উইকেট। কিছুটা রান খরচা হয়েছিল সেদিন। সেই ম্যাচের পর আত্মবিশ্বাস পেয়ে শুরু করেন নিয়মিত পারফর্ম। ৪ ওভারে ২১ রান খরচায় ১ উইকেট পান রেনেগেডসের বিপক্ষে। আলোচনা বেশি করে জন্ম দেন পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৩ উইকেট নিয়ে। এরপর হোবার্টে রেনেগেডসের বিপক্ষে আবার ২ উইকেট। মাঝখানে দুই ম্যাচ উইকেটশূন্য গেছে, রানও খরচা হয়েছে, তবে রিশাদ থেমে যাননি। স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৪ ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে আবার সকলের নজর কাড়লেন। পরের ম্যাচে হিটের বিপক্ষে দুই উইকেট, আর শেষ ম্যাচে সিক্সার্সের বিরুদ্ধে আবার দুই উইকেট। 
সবমিলিয়ে টুর্নামেন্টে ৪০ ওভার বল করেছেন, আর ইকোনমি ছিল মাত্র ৭.৮২।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155079