মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অতীতে যতবার মানুষ ধানের শীষে ভোট দিয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে ও মানুষের ভাগ্য বদলেছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। আনুষ্ঠানিক প্রচার শুরুর পর এটি ছিল তার প্রথম নির্বাচনী সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর দেশে একটি পরিবর্তন এসেছে, আর দেশের মানুষ এখন ভালো পরিবর্তন চায়। তিনি নিজে মাইক নিয়ে ভাষানটেকের বাসিন্দা, শিক্ষার্থী ও শ্রমজীবীদের কাছে এলাকার সমস্যা জানতে চান। তারা বস্তিবাসীদের পুনর্বাসন, নারীদের কর্মসংস্থান ও ফ্যামিলি কার্ডের দাবি জানান।
জবাবে তিনি বলেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে এসব সমস্যার সমাধানে কাজ করা হবে। খেলাধুলা নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ছেলে-মেয়ে সবাই যেন পেশাদার খেলোয়াড় হয়ে ক্রীড়াকে জীবিকার জায়গায় নিতে পারে, সে লক্ষ্যেই কাজ করবে বিএনপি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন খাত ধ্বংস হয়েছে, সেগুলো পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। জনগণের ভোটে নির্বাচিত সরকারই মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সমস্যার সমাধান করতে পারবে।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155051