যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সুপার সিক্সে নাম লেখায় বাংলাদেশ। এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্স নিশ্চিত করেছে। 

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন আদনিত ঝাম্ব। বল হাতে বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ৩টি, আল ফাহাদ-শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন ২টি করে উইকেট নেন। 

জবাবে অধিনায়ক আজিজুল হাকিমের হাফ-সেঞ্চুরিতে ৫১ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২টি করে চার-ছক্কায় ৮২ বলে ৬৪ রান করেন আজিজুল। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৪৭ ও রিফাত বেগ-কালাম সিদ্দিকি ৩০ রান করে করেন। বল হাতে ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের ইমন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155041