দেশে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হচ্ছে না - জিএম কাদের

দেশে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হচ্ছে না - জিএম কাদের

রংপুর জেলা প্রতিনিধি : দেশকে বাঁচাতে হলে গণভোটের বিপক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, দেশের জনগণকে লোভ লালসা দেখানো হচ্ছে, বলা হচ্ছে, হ্যাঁ বললেই সব হয়ে যাবে। সব কিছু পেয়ে যাবেন, জীবনের আর কিছু লাগবে না। এভাবে দেশের জনগণকে বোকা বানিয়ে তারা একটি সরকার গঠন করতে চাচ্ছে। নির্বাচনি পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হচ্ছে না।

দেশে পরিকল্পিতভাবে গণহত্যা চলছে। মব লেলিয়ে দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করা হচ্ছে। তাই ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, আমি সংস্কারের বিপক্ষে নই। কিছু সংস্কারের পক্ষে কিছু সংস্কার মানি না।

আমি সবসময় সংস্কারের পক্ষে। আমি চাকুরি জীবনে, মন্ত্রীত্বথাকাকালীন সর্বোচ্চ সংস্কার করেছি। আমার নেতা হুসেইন মুহাম্মদ এরশাদও বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে গ্রহণযোগ্য। তাই আমরা সংস্কারের বিপক্ষে নই। কিন্তু যে সংস্কার করা হচ্ছে, যে প্রক্রিয়ায় করা হচ্ছে, এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। জাতীয় নির্বাচনের মধ্যে গণভোটের আয়োজন করা হচ্ছে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে একটি প্যারালাল ফোর্স কার্যকর করা হবে। তখন তারা বিপ্লবী সরকার গঠন করবে এবং হ্যাঁ, ভোটের মাধ্যমে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। জনগণের সংসদ আর থাকবে না। এটি হবে শক্তি প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেওয়া সংস্কার। এর মাধ্যমে তারা সংসদ সদস্য ও সংসদকে নিয়ন্ত্রণ করবে। তাদের চাপিয়ে দিয়ে পাশ করতে চাইবে তাদের সিদ্ধান্ত।

এভাবে তারা চাইলে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারবে। কেননা নির্বাচনের পর তারা যে ক্ষমতা হস্তান্তর করবেন, সেটা তো বলছে না। তাই সঠিকভাবে নির্বাচন দিয়ে স্বাভাবিক সরকার গঠন করতে হলে এই গণভোট বাতিল করতে হবে।

এ কারণে জনগণকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে দুই দিনের সফরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কেরামতিয়া মসজিদে কেরামত আলী (র:) কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন।

পরে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এসময় জাপা জেলা আহ্বায়ক আজমল হোসেন লেবু, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জাপা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155038