সিরাজগঞ্জে সাবেক অর্থ উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জে সাবেক অর্থ উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কৃতী সন্তান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা, সাবেক সচিব এম হাফিজ উদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাফিজ উদ্দিন খান সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ের প্রয়াত কোবাদ আলীর ছেলে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা পৌর শহরের রহমতগঞ্জ পৌর কবরস্থানে অনুষ্ঠিত নামাজে জানাজার আগে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম।

এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155037