বগুড়ার আদমদীঘিতে জাতীয় পার্টির গণসংযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম শাহিন (লাঙ্গল) মার্কায় ভোট চেয়ে বিভিন্ন গ্রামে তার নেতা কর্মী নিয়ে গনসংযোগের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে তিনি নির্বাচনি প্রচারনার অংশ হিসেবে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের বামনী গ্রাম, কায়েতপাড়া, কাশিমিলা, দমদমা, সান্দিড়া, তারাপুর, ছাতনী ঢেকড়াসহ বিভিন্ন গ্রামে প্রচারণা চালান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155027