চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে মুনজেলা খাতুন(২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের সোলেমান আলীর স্ত্রী।

স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে খাবার পর স্বামী সন্তানসহ ঘুমিয়ে পড়েন মুনজেলা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে সন্তানের কান্নার শব্দে স্বামী সোলেমানের ঘুম ভাঙলে তিনি ঘরের দরজা খোলা ও স্ত্রীকে ঘরে অনুপস্থিত দেখেন। পরে তিনি ঘরের বাইরে স্ত্রীকে বারান্দার ছাদের বাঁশের তীরের সাথে ঝুলতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

এ সময় পরিবারের অনান্য সদস্য ও প্রতিবেশীরা এসে মুনজেলাকে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। পরে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155026