নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: কিশোরগঞ্জে নীলফামারীতে যৌথ বাহিনী ভিসা প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্রাম থেকে ২ ভিসা প্রতারককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উত্তর দুরাকুটি গ্রামের শামসুল হকের ছেলে মো: রোকনুজ্জামান রোকন ও একই গ্রামের ফয়জুল ইসলামের ছেলে মো: ফেতের। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃত ২ জনই ভিসা প্রতারক চক্রের সম্রাট। এরা দেশের বিভিন্ন এলাকার নিরিহ লোকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে ভূয়া ভিসা দিয়ে অর্থ হাতিয়ে নেয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোরে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
এসময় ভিসা প্রতারণা কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ ও ৪ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। যৌথ অভিযানটির বিষয়ে নিশ্চিত করেন কিশোরগঞ্জ সেনা বাহিনীর ক্যাম্প। অভিযানটি মেজর নাঈম, ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল নেতৃত্ব দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155019