সিরাজগঞ্জের শাহজাদপুরের নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ট্যাঙ্কলরি আহত ৫
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী একটি ট্যাঙ্কলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে দোকানে অবস্থানরত একজনের পা বিচ্ছিন্নসহ ৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- বাবু সরকার(২৬), শাহান(৪২), শওকত(৩৬), সেলিম(৫৫) ও নূরমোহাম্মাদ(৪৫)। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় স্থানীয় সেলিম মোল্লার মুদি দোকানে বসে কয়েকজন চা খাচ্ছিলেন। এসময় বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাঙ্কলরির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে ৫ জন আহত হন।
পরে শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এসময় হাইওয়ে থানার এসআই আরব আলী জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের মধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155005