ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ,বিসিবি পরিচালকের পদত্যাগ
ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম আজ (২৩ জানুয়ারি) সব ধরনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিসিবি পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যানসহ সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন।
সম্প্রতি দেশের এক ফ্রিল্যান্স সাংবাদিক শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই খবর প্রকাশিত হওয়ার পর তদন্তের স্বার্থে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শামীম। তিনি বলেন, তার পদত্যাগ দায় স্বীকার নয়, বরং দেশের ক্রিকেট এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তার দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
শামীম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল, তবে ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ় বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।
এভাবে মোখলেসুর রহমান শামীমের পদত্যাগ দেশের ক্রিকেট অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এখন নজর থাকবে তদন্তের গতিপ্রকৃতিতে এবং সত্য উদ্ঘাটনে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155004