নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মহাদবেপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল জব্বার(৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটাবাড়ি মোড় এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী নিহত আব্দুল জব্বার মহাদেবপুর উপজেলার চক পৈতা গ্রামের মৃত শফি উদ্দীন মন্ডলের বড় ছেলে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কৃষিকাজ দেখাশোনার পর দুপুর ১২টায় গ্রামের বাড়ি চক-পৈতা থেকে নজিপুর শহরের বাড়িতে যায়ার সময় মহাদেবপুর টু নজিপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটাবাড়ি মোড়ে উঠলে মহাদেবপুর থেকে নজিপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহাদবেপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155003