বগুড়ার ধুনটে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বাঁশ বাগানের ভেতর থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার জোড়শিমুল গ্রামের ফটিক মন্ডলের ছেলে গোলাপ মন্ডল (২৫), রফিকুল ইসলামের ছেলে সাকিল (২২), জহুরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (২২) ও নান্দিয়ারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আপেল মাহমুদ (৩৪)।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জোড়শিমুল বাজার এলাকায় একটি বাঁশ বাগানের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তারা জোড়শিমুল বাজার এলাকায় একটি বাঁশ বাগানের ভেতর অবস্থান নিয়ে মদকসেবীদের কাছে গাঁজা বিক্রির প্রস্তুতি নেয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় থানায় এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বাদি হয়ে গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা দায়ের করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155000