গ্রিনল্যান্ডে নিরাপত্তা জোরদারে একাট্টা ন্যাটো-ডেনমার্ক

গ্রিনল্যান্ডে নিরাপত্তা জোরদারে একাট্টা ন্যাটো-ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক : আর্কটিক অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ডেনমার্ক অভিন্ন অবস্থানে পৌঁছেছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের ফলে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার ব্রাসেলসে নেটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠক শেষে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানান, উত্তরের এই হিমশীতল অঞ্চলে ন্যাটোর উপস্থিতি বাড়ানো এখন সময়ের দাবি। তিনি স্পষ্ট করেন, আর্কটিকের নিরাপত্তা রক্ষা করা কেবল ডেনমার্কের একার দায়িত্ব নয় বরং এটি পুরো ন্যাটো জোটের সামগ্রিক স্বার্থের বিষয়।

সাক্ষাৎ শেষে ফ্রেডেরিকসেন তার সোশ্যাল মিডিয়া বার্তায় উল্লেখ করেন, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় অঞ্চলটিতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন গ্রিনল্যান্ডে স্থায়ী ও পূর্ণ প্রবেশাধিকার পেয়েছে। ট্রাম্পের মতে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণ ঠেকাতে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের অবস্থান সুসংহত করা প্রয়োজন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154993