উত্তরবঙ্গকে দারিদ্র্য ও বেকারমুক্ত দেখতে চায় জামায়াত

উত্তরবঙ্গকে দারিদ্র্য ও বেকারমুক্ত দেখতে চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই ইচ্ছে করেই একে পিছিয়ে রাখা হয়েছে, অবহেলা করা হয়েছে। উত্তরবঙ্গকে দারিদ্র্য ও বেকারমক্তু দেখতে চায় জামায়াত।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা সদরের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান সম্ভব। দেশ সেবার সুযোগ পেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১০ দল।

জামায়াতের আমির বলেন, এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে। আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছে করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গকে দারিদ্র্য ও বেকারমুক্ত দেখতে চায় জামায়াত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154992