দিনাজপুরের বিরলে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে অর্থদণ্ড
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে গভীর রাতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রপ ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ৫২ জনকে অর্থদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের পাশে উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী এলজিইডি পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক অপরাধীকে শাস্তির আওতায় আনার বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গণউপদ্রপ বন্ধ করার জন্য সরকারি কমচারীর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই উপদ্রপ পুনরায় করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৫২ জন অপরাধীকে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান প্রদান করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154991