সব দলকেই বিশ্বকাপে দেখতে চাই: উইলিয়ামসন

সব দলকেই বিশ্বকাপে দেখতে চাই: উইলিয়ামসন
টি-২০ বিশ্বকাপে সব দলের অংশগ্রহণ দেখতে চান কেইন উইলিয়ামসন। দ্রুত সমস্যা সমাধানের আশা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের। বিপিএল খেলতে ঢাকায় এসে মিস করেছেন সাকিব আল হাসানকে। মোস্তাফিজের আইপিএল খেলতে না পারা খারাপ লেগেছে কিউই ব্যাটারের। জানালেন তার দেখা বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ। দ্বিতীয় কোয়ালি ফায়ারের মতো ফাইনালেও রাজশাহী ওয়ারিয়র্সের জয়ে অবদান রাখতে চান কিউই ব্যাটার।
 
দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন ঢাকায় পা রেখেই প্রমাণ করেছেন এ বয়সেও জ্বলে ওঠা যায়। স্বদেশি জিমি নিশামকে নিয়ে ফাইনালে তুলেছেন রাজশাহীকে ওয়ারিয়র্সকে। বিপিএলের ফাইনালে আগে আলোচনার কেন্দ্রে নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি। বিপিএল খেলতে এসে এ বিষয়ে কথা বলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসন। বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে খুব বেশি জানা নেই তার। নির্দিষ্ট কারো পক্ষে কথা না বললেও, সব দলকেই বিশ্বকাপ দেখতে চান উইলিয়ামসন।
 
সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নিয়েছেন গত বছর। তাই এবার টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে নেই ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। তবে,এবারের বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই বিশ্বাস তার।
 
সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। তাই এ নিয়ে কথা বলা আমার ঠিক হবে না। তবে সব দলকেই বিশ্বকাপে দেখতে চাই আমি। নিশ্চই সব কিছুর পরেও সমাধানের কোনো পথ খোলা থাকে। আশা করছি ভালো কিছু হবে। বিশ্বকাপে নিউজিল্যান্ড ভালো করবে আশা করি। কারণ দলে ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার আছে। তবে এবারের বিশ্বকাপ বেশ রোমাঞ্চকর হবে আশা করি।
আইপিএলে সাকিব আল হাসানের সঙ্গে খেলার সুখস্মৃতি আছে উইলিয়ামসনের। এখানে এসে সাকিবকে মিস করেছেন টেস্টে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। মোস্তাফিজের আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়েও প্রশ্ন ছিল এই তারকার কাছে।
 
তিনি বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে আন্তর্জাতিক ও আইপিএলসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা হয়েছে আমার। সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে সে চমৎকার পারফরম্যান্স করে আসছে। ২০১৮ সালে সানইজার্স হায়দ্রাবাদেও আমরা একসঙ্গে খেলেছি। মোস্তাফিজের বাদ পড়া সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। তবে, আমার দেখা বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার সে।’
 
বিপিএলের ফাইনালেও রাজশাহীর জয়ে অবদান রাখতে চান উইলিয়ামসন। বাংলাদেশের দর্শকদের প্রশংসায় ভাসিয়েছেন কিউই ব্যাটার।
 
তিনি বলেন, ‘আশা করছি কোয়ালিফায়ারের মতো ফাইনালেও অবদান রাখতে পারব। বাংলাদেশে আমি মাত্র একটা ম্যাচ খেলেছি। তাই বিপিএল সম্পর্কে খুব ভালো বলতে পারব না। তবে, এখানকার দর্শকরা ক্রিকেট খুব ভালোবাসে।’
 
বাংলাদেশে অনেক প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার রয়েছে বলেও জানান উইলিয়ামসন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154970