ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ১০ যাত্রীর মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ১০ যাত্রীর মরদেহ উদ্ধার
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত সব যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় টানা সাত দিন ধরে পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
 
ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি বিমান গত ১৭ জানুয়ারি মাকাসারের উদ্দেশে যাত্রাকালে নিখোঁজ হয়। পরবর্তীতে দক্ষিণ সুলাওয়েসির মাউন্ট বুলুসারাউং পাহাড়ের কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
 
সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটিতে সাতজন ক্রু সদস্য এবং মৎস্যক্ষেত্র নজরদারি মিশনে নিয়োজিত তিনজন যাত্রীসহ মোট ১০ জন আরোহী ছিলেন।
 
যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল ডোডি ত্রিয়ো হাদি জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে দশম ও শেষ মরদেহটি উদ্ধার করা হয়।
 
তিনি বলেন, ঈগল টিম ও যৌথ সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় শেষ মরদেহ উদ্ধারের মাধ্যমে বিমানের সব ভুক্তভোগী ও গুরুত্বপূর্ণ আলামত শনাক্ত করা সম্ভব হয়েছে।
 
সাত দিনব্যাপী অভিযানে উদ্ধার হওয়া মরদেহগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত দুইজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154960