সারাদেশে এক সপ্তাহে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ২৭৮

সারাদেশে এক সপ্তাহে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ২৭৮

দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে গত সাত দিনে ২৭৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসব অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, সাতটি ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154959