কিশোরগঞ্জ পেট্রোল পাম্পে আগুন, মালিকসহদগ্ধ ৪ জন
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ চারজন হলেন মো. রাজিব (৩৫), মো. রিয়াদ (৪০), মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০) । তবে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সরারচর বাজারে অবস্থিত একটি পেট্রোল পাম্পে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পেট্রোল পাম্পসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
আগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন পেট্রোল পাম্পের মালিক মোহাম্মদ রাজিবসহ তিনজন কর্মচারী। তাদের সবার বাড়ি বাজিতপুর সরারচর এলাকায়।
খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বাজিতপুর এলাকা থেকে চারজন দগ্ধ রোগী এসেছে। তাদের মধ্যে রাজিবের ৮০ শতাংশ, রিয়াদের ৬০ শতাংশ, হারুনের ১০ শতাংশ ও রহমাতুল্লাহর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।