রাঙ্গামাটিতে চাল বোঝাই ট্রাকচাপায় নারী নিহত

রাঙ্গামাটিতে চাল বোঝাই ট্রাকচাপায় নারী নিহত

রাঙ্গামাটির মানিকছড়িতে চাল বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মনিরা বেগম। তার বয়স ৬০ বছর। তিনি মানিকছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী চাল বোঝাই ট্রাকটি মানিকছড়ি পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের চাপায় একটি সিএনজি আটকানো ছিল, যার মধ্যে থাকা নারী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ট্রাকের নিচে চাপা পড়া নারী এবং অটোরিকশাটি উদ্ধার করে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154951