নিরাপত্তার নিশ্চয়তার নথি ‘প্রস্তুত’, স্বাক্ষর হবে যুদ্ধ শেষে: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নথি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সুইজারল্যান্ডের দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।
সাংবাদিকদের জেলেনস্কি বলেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর “নথির কাজ শেষ হয়েছে। আমাদের এখন এটি সই করা প্রয়োজন।
”
তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে, এই নথিতে আনুষ্ঠানিক স্বাক্ষর কেবল তখনই করা হবে, যখন চলমান যুদ্ধ বন্ধ হবে।
জেলেনস্কি বলেন, “আমাদের এই নথিতে স্বাক্ষর করতে হবে। তবে এটি কেবল যুদ্ধ থামার পরেই সম্ভব হবে। ” নথিটি সম্পন্ন হওয়ার অর্থ এই নয় যে, কোনও চুক্তি হয়ে গেছে; বরং এটি একটি প্রক্রিয়ার অংশ।
জেলেনস্কি বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, “আমরা নথিটি শেষ করেছি। এখন এতে দুই পক্ষের প্রেসিডেন্টকে সই করতে হবে। এরপর সেটি অনুমোদনের জন্য নিজ নিজ জাতীয় পার্লামেন্টে পাঠানো হবে। ”
এর আগে কিইভ জানিয়েছিল যে, তারা রাশিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সামরিক ও রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা চায়।
দাভোস বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি আলোচনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154945