মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ
ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই নেতার নাম হাসান মোল্লা। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে একটি অন্ধকার স্থানে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154937