তরুণদের হাতে বেকার ভাতা নয়, কাজ তুলে দেবো : বুলবুল

তরুণদের হাতে বেকার ভাতা নয়, কাজ তুলে দেবো : বুলবুল

তরুণদের হাতে বেকার ভাতা নয়, কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামীতে আমরা নির্বাচিত হতে পারলে আমাদের নারী সমাজের মর্যাদা সমুন্নত করা হবে। নারী নির্যাতন বন্ধ, নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারী শিক্ষার হার বৃদ্ধি ও নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ সৃষ্টি করা হবে। নারীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সমাজের সম্পদ ও শক্তি আকারে আবির্ভূত করা হবে। তাদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে এবং দক্ষ করে গড়ে তুলে দক্ষতা অনুযায়ী কাজের উপাদান তাদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া তরুণ ও যুবকদের হাতে মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার করা নয় বরং তরুণদেকে মূল ধারায় নিয়ে এসে রাষ্ট্র পরিচালনার একটি অন্যতম উপাদান হিসেবে আগামীতে তরুণ ও ছাত্রদেরকে গড়ে তোলা হবে। তরুণদের বেকারত্ব দূর করা হবে। তাদের হাতে বেকার ভাতা নয়, এটা অমর্যাদাকর ও মানহানিকর। তরুণদের প্রশিক্ষিত করে তাদের হাতে আমরা কাজ তুলে দেবো।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এজন্য আমরা সরকারকে বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের যে আচরণবিধি আছে তা সবাইকে সমানভাবে মেনে চলতে হবে। কিন্তু দুঃখজনকভাবে রাত ১২টার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আমাদের নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে আগুন লাাগিয়ে দেওয়া হয়েছে এবং ছিঁড়ে ও খুলে ফেলা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে আগুন, এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন। ব্যানার ফেস্টুন খুলে ফেলার মানে হলো চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজাকে খুলে ফেলা। যারা এটি করেছেন তারা নিজের পায়ে কুড়াল দিয়েছেন। তাই আমরা চাঁপাইনবাবগঞ্জের রিটানিং কর্মকর্তাকে পরিষ্কার বলতে চাই, কারা এটি করেছে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা ইতিব্যাচক রাজনীতি করতে চাই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154929