ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম
ঢাবি প্রতিনিধি : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতীক ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি জসিমউদ্দীন হল ছাত্রদলের আহব্বায়ক তানভীর বারী হামিম।
আজ বৃহস্পতিবার ( ২২ জানুয়ার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপারেজেয় বাংলার পাদদেশ থেকে প্রচারণা শুরু করেন তিনি।
প্রচারণাকালে হামিম সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শিষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ধানের শিষের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এবারও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
প্রচারণায় ঢাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতে লিফলেট ও পোস্টার নিয়ে ধানের শিষের পক্ষে স্লোগান দেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
ছাত্রদল নেতারা জানান, আগামী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম চালানো হবে। তারা দাবি করেন, সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে ধানের শিষই জনগণের আস্থা অর্জন করবে।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারনার আজ প্রথমদিন দিন। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154919