বগুড়ার লাহিড়ীপাড়া থেকে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা কার্যক্রম শুরু 

বগুড়ার লাহিড়ীপাড়া থেকে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা কার্যক্রম শুরু 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের, ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাওছার হাবিব সাকিব, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, সহসভাপতি আলহাজ আব্দুল বাছেত, কামাল পাশা, সারোয়ার হোসেন মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সায়েদজামান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল, টিপু সুলতান সেকুল, আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা মোস্তাফিজার রহমান, আব্দুস সামাদ মন্ডল, আপেল মাহমুদ টিটু, মকবুল হোসেন, ফরিদ উদ্দিন, তরিকুল ইসলাম, পিন্টু মিয়া, গোলাম রব্বানী, জেলা যুবদল নেতা আব্দুস সোবহান, আতিকুর রহমান বাঁধন, সুমন সরকার, হযরত আলী, শাহ আলম, সোহান রহমান প্রমুখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ ইউনিয়নের কয়েকটি গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ এবং তারেক রহমানকে সদর আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য সকলের কাছে ভোট ও দোয়া কামনা করেন। খবর বিজ্ঞপ্তির। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154908