চৌগাছায় ক্ষেতে কাজে না গিয়ে ঘুম, বাবার কোদালের আঘাতে প্রাণ গেল ছেলের
যশোরের চৌগাছায় ক্ষেতে কাজ করতে না যাওয়াকে কেন্দ্র করে বাবার কোদালের আঘাতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত রবিউল ইসলাম (৫৭) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ জানুয়ারি রবিউল তার ছেলে তরিকুলকে ঘুমিয়ে থাকা অবস্থায় কোদাল দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা হাসপাতালে, এরপর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তরিকুল ইসলামের মৃত্যু হয়।
নিহতের চাচা আসাদুল ইসলাম জানান, তরিকুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ অবস্থায় জীবনযাপন করছিল। ঘটনার দিন তার বাবা তাকে বোরো ধানের জমিতে কাজের জন্য যেতে বললেও সে না গিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে তার বাবা তাকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করেছিল। সর্বশেষ বৃহস্পতিবার সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নিহতের চাচা একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রবিউল ইসলাম পলাতক রয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।