সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া-লেবানন সীমান্তের চারটি ক্রসিং পয়েন্টে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে করা ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বলা হচ্ছে, ইসরায়েল মূলত সেসব পথেই হামলা করেছে, যে পথ ধরে হিজবুল্লাহর অস্ত্রের মূল সরবরাহগুলো তাদের হাতে পৌছায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, আবারও ইসরায়েল ঘন বসতিপূর্ণ লেবাননি গ্রামগুলোতে পরিকল্পিত আগ্রাসন চালাচ্ছে, যা সরাসরি নাগরিকদের টার্গেট করছে এবং মারাত্মকভাবে পরিস্থিতি উত্তেজিত করছে। বারবার একই ধরণের আচরণ করে ইসরায়েল মূলত আরেকটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ না করার অঙ্গিকারই ভঙ্গ করছে।

কানারিট, আল-খারায়েব, আল-আনসার, কফুর এবং জারজুহসহ বিভিন্ন শহরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কানারিটে ১৯ জন আহত হয়েছে, এবং জাহরানি ও বাজুরি শহরে দুটি পৃথক যানবাহন লক্ষ্য করে করা হামলায় একজন করে নিহত হয়েছেন। এএফপি প্রতিবেদকরা ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষের দৃশ্য প্রত্যক্ষ করেছেন এবং আংশিকভাবে আহত হয়েছেন।

  ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত ক্রসিংগুলোকে হিজবুল্লাহর অস্ত্র পরিবহন রুট হিসেবে লক্ষ্য করা হয়েছে এবং সিদনের কাছে একজন হিজবুল্লাহর প্রধান অস্ত্র চোরকে নিহত করা হয়েছে। লেবাননের সেনাবাহিনী এই হামলাগুলোকে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে এবং বলেছে, এই হামলাগুলো ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি মোতাবেক হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগে বাধ্য করার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154836