সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান, যা এখনও চলমান রয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সরেজমিন গিয়ে দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে এখনো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। এদিকে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। মিরপুর থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এর আগেও তারা নানা কারণে একাধিক সংঘর্ষে লিপ্ত হয়েছে।  সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154819