রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

আন্তর্জাতিক ডেস্করাশিয়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিগে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে দুইজন নিহত এবং এক নারী আহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৭৭ ও ৭২ বছর। আহত নারীর বয়স ৫৩ বছর। হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার গাঞ্জা। খবর এএফপি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিগ ফ্রন্টলাইন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে শহরটি নিয়মিত রুশ হামলার লক্ষ্য হয়ে আসছে।

অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১১ জন আহত হয়েছেন। অ্যাডিজিয়া প্রজাতন্ত্রের প্রধান মুরাত কুম্পিলভ জানান, ক্রাসনোদারের কাছে তাখতামুকায়স্কি জেলায় একটি আবাসিক ভবন ও যানবাহন রাখার স্থানে আগুন লাগে। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে, নয়জন হাসপাতালে চিকিৎসাধীন।

কৃষ্ণ সাগর ও আজভ সাগরের নিকটবর্তী হওয়ায় অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং প্রায়ই ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154803