বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং উদ্বোধন করেন ।

ভোট দিবেন কীসে ধানের শীষে, সবার আগে বাংলাদেশসহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি, আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে। 

তিনি বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‌‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। তার প্রতীক হচ্ছে ধানের শীষ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154796