১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই : ব্যারিস্টার ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের টানা ৩৬ দিনের গণআন্দোলন কোনো বিচ্ছিন্ন বা সাময়িক ঘটনা নয়, এটি ছিল রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত বিদ্রোহ এবং একটি নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক লড়াই।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকার বাবুগঞ্জ উপজেলার ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, অ্যাডভকেট রহুল আমিন খায়ের, জামায়াতের সাধারণ সম্পাদক সালাম মাঝি, নির্বাচন পরিচালনা কমিটির সুমন তালুকদার, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জিএম রাব্বিসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই-আগস্টের সেই আন্দোলন ছিল এমন এক তরুণ সমাজের নেতৃত্বে, যারা আগে কখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কোটি কোটি তরুণ বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল, এই বাংলাদেশ আমরা চাই না, আমরা একটি নতুন বাংলাদেশ চাই।
তিনি বলেন, এই আন্দোলনের গভীরে ছিল ‘বুকের ভেতরের ঝড়’। সেই ঝড় কেন তৈরি হয়েছে- তা না বুঝলে আগামী দিনের বাংলাদেশকে বোঝা যাবে না।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে মেধার শীর্ষে থেকেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়, আত্মীয়তার সুপারিশ বা তথাকথিত ‘চোতা’ না থাকায় যখন একজন তরুণ চাকরি পায় না, তখন তার বুকের ভেতর ঝড় ওঠে। মুক্তিযুদ্ধের চেতনার নামে সুবিধাভোগী রাজনীতি ও কোটা-নির্ভর বৈষম্যই সেই ঝড়ের জন্ম দেয়।
তিনি বলেন, মামা–খালু ছাড়া চাকরির ইন্টারভিউ বোর্ডে ঢোকা যায় না- এই উপলব্ধি লক্ষ লক্ষ তরুণকে ক্ষুব্ধ করেছে। হাসপাতালে দালাল ছাড়া চিকিৎসা মেলে না, কৃষক ন্যায্য দামে সার ও বীজ পায় না, প্রবাসী শ্রমিকেরা রক্ত–ঘাম ঝরিয়ে অর্থ পাঠিয়েও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না- এসব কারণেই সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে, সেদিন কোটি মানুষের বুকের ভেতর ঝড় উঠেছিল।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ১২ তারিখ শুধু একটি ভোট নয়, এটি বাংলাদেশ বদলে যাওয়ার লড়াই। নতুন রাজনীতি ও পরিবর্তনের পক্ষে যদি ‘হ্যাঁ’ না বলা হয়, তাহলে আগামী দিনগুলোতে দেশবাসীকে জুলুমের মধ্যেই বাঁচতে হবে।