মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ও শিক্ষক ইয়াকুব খান শিশির মারা গেছেন
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াকুব খান শিশির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিকতা, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আজ বুধবার দিবাগত রাত (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চাকরির সুবাদে নব্বইয়ের দশকে মাদারীপুরে আগমন করলেও জেলার জলপথ, মানুষ ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরিবার ও দুই সন্তানকে নিয়ে মাদারীপুরেই গড়ে তোলেন তাঁর জীবন ও কর্মক্ষেত্র। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি হয়ে ওঠেন জেলার তরুণ সাংবাদিক প্রজন্মের এক নির্ভরযোগ্য অভিভাবক ও পথপ্রদর্শক।
ইয়াকুব খান শিশির কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক মাদারীপুর সংবাদ-এর সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। একজন সক্রিয় সাংস্কৃতিক কর্মী ও লেখক হিসেবেও তিনি ব্যাপক পরিচিত ছিলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে মাদারীপুর প্রেসক্লাব সংলগ্ন জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পারিবারিক গোরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
ইয়াকুব খান শিশিরের মৃত্যুতে মাদারীপুর প্রেসক্লাব, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে মাদারীপুর হারালো একজন নির্ভীক কলমযোদ্ধা, আদর্শ শিক্ষক ও মানবিক অভিভাবক-যাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154788