রংপুরের কাউনিয়ায় শাশুড়ির ধর্ষণ মামলায় জামাতা কারাগারে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় উপজেলায় শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের ঘটনার মামলায় আপন জামাতা কাজিমুদ্দিনকে (৫০) কিশোরগঞ্জের তাড়াইল থানা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২১ জানুয়ারি) তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার বরাত দিয়ে তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) মুনিবুর রহমান জানান, অভিযুক্ত জামাতা (৫০) স্ত্রীকে নিয়ে বালাপাড়া ইউনিয়নের একটি গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতো। ঘটনার প্রায় ২৫ দিন আগে ভুক্তভোগী শাশুড়ির মেয়ে চাকরি করতে ঢাকায় চলে যায়।
আর এই সুযোগে গত ৮ অক্টোবর ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত জামাতা কাজিমুদ্দিন। লজ্জায় ভুক্তভোগী ঘটনাটি গোপন রেখে কয়েকদিন আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকেন। পরে মেয়ে বাড়িতে এলে তাকে জামাতার আচরণের বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শাশুড়ি গত বছরের ১৮ অক্টোবর কাউনিয়া থানায় আপন জামাতার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি কাজিমুদ্দিন এলাকা ছেড়ে অন্য জেলায় আত্মগোপন করে।
এসআই মুনিবুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার পুলিশ ও র্যাবের টিম কিশোরগঞ্জের তাড়াইল থানাধীন এলাকায় যৌথ অভিযান চালিয়ে আসামি কাজিমুদ্দিনকে ভাড়া বাড়ি থেকে আটক করে কাউনিয়া থানায় আনা হয়। কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজমুল হক বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত কাজিমুদ্দিনকে আজ বুধবার (২১ জানুয়ারি) রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154782